প্রকল্পের প্রথম পর্যায়ে অর্জন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যযোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পটি ১ম পর্যায়ে জুলাই ২০১১ হতে ডিসেম্বর ২০১৫ মেয়াদে বাস্তবায়িত হয়।
প্রকল্পের প্রথম পর্যায়ে নিম্নবর্ণিত ১৩টি উপজেলায় ১৩টি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয় :
ক্রমিক নং |
বিভাগ |
জেলা |
উপজেলা |
১ |
ঢাকা বিভাগ |
গাজীপুর |
কালিগঞ্জ |
গোপালগঞ্জ |
কোটালীপাড়া |
||
কিশোরগঞ্জ |
ভৈরব |
||
২ |
চট্টগ্রাম বিভাগ |
খাগড়াছড়ি |
মাটিরাঙ্গা |
নোয়াখালী |
চাটখিল |
||
কুমিল্লা |
দেবিদ্বার |
||
৩ |
রাজশাহী বিভাগ |
নওঁগা |
পত্নীতলা |
৪ |
খুলনা বিভাগ |
কুষ্টিয়া |
ভেড়ামারা |
বাগেরহাট |
মোল্লাহাট |
||
৫ |
বরিশাল বিভাগ |
বরিশাল |
গৌরনদী |
পটুয়াখালী |
পটুয়াখালী সদর |
||
৬ |
রংপুর বিভাগ |
গাইবান্ধা |
গোবিন্দগঞ্জ |
৭ |
সিলেট বিভাগ |
মৌলভীবাজার |
শ্রীমঙ্গল |
১৩টি তথ্যকেন্দ্রের মাধ্যমে ২,৬৩,৩২৯ জন গ্রামীণ মহিলাকে তথ্যসেবা প্রদান করা হয়;
উঠান বৈঠকের মাধ্যমে ২৫৩২৩ জন গ্রামীণ মহিলাকে তথ্যপ্রযুক্তি বিষয়ক কার্যক্রম সম্পর্কে সচেতন করা হয়;
ওয়েব পোর্টাল, তথ্য ভাণ্ডার, উইমেন টিভি, এমআইএস সফটওয়্যার, মোবাইল এ্যাপ্লিকেশন এবং কল-সেন্টার প্রতিষ্ঠা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস